আগুনে ঘুমাই আগুনে খাই – হেহই
আগুনে ঘুমাই আগুনে খাই – হেহই
আমি এবং আমার আগুন
আমরা দুজন জমজ বোন জমজ ভাই।

আগুন তুমি মাটির তলায় আধারে ছিলে
আগুন তুমি পাথরে চাঁপা ঘুমে ছিলে
আগুন তুমি মাটির তলায় আধারে ছিলে
আগুন তুমি পাথরে চাঁপা ঘুমে ছিলে।

আগুন তুমি মেয়েটির মনে সঙ্গোপনে লুকিয়ে ছিলে
এ এ লুকিয়ে ছিলে, ওউ ওউ লুকিয়ে ছিলে
কি করে যাই, হে আমি কি করে যাই
কি করে যাই, এ আমি কি করে যাই
আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই।

আগুনে ঘুমাই আগুনে খাই – হেহই
আমি এবং আমার আগুন
আমরা দুজন জমজ বোন জমজ ভাই।

আগুন তুমি সিগারেটে নয় ছাই ভস্ব
আগুন তুমি ভাড়াটে লোকালে ভটি চাওয়া নয় হত্যাপ্রবন
আগুন তুমি সিগারেটে নয় ছাই ভস্ব
আগুন তুমি ভাড়াটে লোকালে ভটি চাওয়া নয় হত্যাপ্রবন।

আগুন তুমি গেরিলার বুকে ঘুমিয়া থাকা গ্রেনেডে ছিলে
এএ এ গ্রেনেডে ছিলে, হোওওও গ্রেনেডে ছিলে
কি করে যাই, এ আমি কি করে যাই
কি করে যাই, এ আমি কি করে যাই
আগুন আমি তোমায় ছেড়ে কি করে যাই।

আগুনে ঘুমাই আগুনে খাই – হেহই
আগুনে ঘুমাই আগুনে খাই – হেহই
আমি এবং আমার আগুন
আমরা দুজন জমজ বোন জমজ ভাই,
আমি এবং আমার আগুন
আমরা দুজন জমজ বোন জমজ ভাই,
জমজ বন্ধু জমজ ভাই।

গান: আগুনে ঘুমাই আগুনে খাই
গায়ক, গীতিকার ও সুরকার: কফিল আহমেদ
ভিডিও লিংক: ইউটিউবে দেখুন