যদি আর বুঁঝ না আসে বনের পাখিরে,
ঝরাপাতার মতো ঝরুক জীবন তোমারে ঘিরে।
যদি আর ধানশালিক ডাকে না কার্তিকের মাঠে,
শূন্যতার কালো ছায়া ডাকে যদি প্রাতে—
তবে এসো, বসো তুমি আমার পাশে।
আমার বুকের ধ্বনি শুনি—যতই আঁধার আসে।
যদি আর নদীর জলে ভেসে না আসে নৌকা,
যদি আর স্বপ্নেরা ভিড়ে না আসে চোখা—
তবে এসো, আমরা দুজন বসে থাকি নীরবতায়;
যেখানে কেবল ঝরে পড়ে পাতারা নিঃশব্দ হাওয়ায়।
ঝরাপালক (১৯২৭): জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ। এতে ২১টি কবিতা রয়েছে। প্রকৃতি, মৃত্যু, সময়ের ক্ষয়, নিঃসঙ্গতা ও জীবনের অনিত্যতা এর মূল বিষয়।